Advertisement

শহীদ বুদ্ধিজীবী দিবসে রাবি প্রশাসনের নানা কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

নিউজরাজশাহী.কম

প্রকাশিত : ০৬:৪২ পিএম, ১৩ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কর্মসূচি জানানো হয়।

শহীদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচিতে রয়েছে, সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসন ভবন, আবাসিক হল ও অন্যান্য ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল সোয়া ৭টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সাড়ে ৭টায় শিক্ষক সমিতি, বিভিন্ন সমিতি, হল প্রশাসন ও অন্যান্য সংগঠনের উদ্যোগে প্রভাত ফেরী ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগার এর দক্ষিণে শহীদ বুদ্ধিজীবীদের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ।

এছাড়াও বাদ জোহর বিশেষ মোনাজাত এবং সন্ধ্যা সাড়ে ৫টায় কেন্দ্রীয় মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।