বাবার লাশ আর সাদা হাতাকাটা গেঞ্জিই একমাত্র স্মৃতি: তাপস
ডেস্ক নিউজ
নিউজরাজশাহী.কম
প্রকাশিত : ০১:২৩ এএম, ১৫ আগস্ট ২০২০ শনিবার

শেখ ফজলে নূর তাপস। ফাইল ছবি
১৫ আগস্ট ঘাতকের বুলেটের আঘাতে সপরিবারে শহীদ হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন অন্যসব শিশুদের মতো ধানমন্ডি ৩২ নম্বরে সেই বাড়িতে বাবা শেখ ফজলুল হক মনি ও মা আরজু মনি’র কোলে ঘুমিয়ে ছিলেন দুই শিশু শেখ ফজলে নূর তাপস ও শেখ ফজলে শামস পরশ। কিন্তু ঘাতকের বুলেটের আঘাত থেকে এই দুই শিশু প্রাণে বেঁচে গেলেও শহীদ হন পিতা শেখ ফজলুল হক মনি ও মা আরজু মনি।
সেই বিভীষিকাময় কালো রাত্রির স্মৃতির বিষয়ে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সাংবাদিকদের বলেন, তখন আমার বয়স ছিল পৌনে চার বছর। আমি এবং আমার বড় ভাই রাতে বাবা-মায়ের সঙ্গে একই খাটে ঘুমিয়ে ছিলাম। সেই হত্যাকান্ডের কোনও স্মৃতি আমার নেই। এমনকি বাবা মায়ের সঙ্গেরও কোনও স্মৃতি ঠিক মনে পড়ে না। আমার আবছা একটি স্মৃতি মনে পড়ে। সেটা হলো- বাবার লাশ। তিনি সাদা হাতকাটা একটি গেঞ্জি পরা ছিলেন। গলায় একটি খতের দাগ ছিল এবং উনাদের দুজনকে যখন নিয়ে যাওয়া হয় নিচে রক্ত জমাট ছিল। এর বেশি কিছু স্মরণ করতে পারি না। অন্যান্য দিনের মতো সেদিনও আমরা ঘুমিয়ে ছিলাম। যখন গুলির শব্দে আমাদের ঘুম ভাঙে আমরা চিৎকার করি। বাবা মাকে ডাকি। তাদের খুঁজি। আমি এবং আমার বড় ভাই কোনও দিন বাবা মাকে পাইনি। সেই দুর্বিষহ সময়টার কথা যখনই চিন্তা করি তখন বেদনা বাড়ে। বিশেষ করে আগস্ট মাসটা যখন আসে মনটা ভারী হয়ে উঠে। ১৫ আগস্ট আসলে আমাদের কষ্টের দিন কাটে।
তিনি বলেন, জীবন বাঁচানোর জন্য আমাদেরকে অন্যান্য জায়গায় আশ্রয় নিতে হয়েছে। পালিয়ে বেড়াতে হয়েছে। বাসা ছেড়ে দিতে হয়েছে। সেই দিনকার বিষয়টা যদি বলি তারা হামলা করে হত্যা করে চলে যায় ঠিকই কিন্তু পরক্ষণে তারা আবার ফিরে আসে এবং আবার আক্রমণ করে আমাদেরকে জীবন বাঁচানোর জন্য পালিয়ে যেতে হয়। আমাদের চাচাদেরও পালিয়ে যেতে হয়। বাসার পাশে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের বাসা ছিল তারা আমাদেরকে আশ্রয় দেন। যার কারণে আমরা প্রাণে বেঁচে যাই।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, অনেক কষ্ট, যন্ত্রণা ও অনিশ্চয়তার মধ্যে আমাদের সময় কেটেছে। দাদি আমাদের দুই এতিম ভাইকে লালন-পালন করেছেন। আমাদের সান্তনা দিয়ে বলা হতো, বাবা-মা বিদেশে কাজে গেছেন। কয়েকদিন পর তারা চলে আসবেন। এভাবেই দিন যাচ্ছিল। একটা সময় বুঝলাম, বাবা-মা আর কোনও দিন আসবেন না।
তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হওয়ায় ঢাকাবাসীর সেবা করার যে সুযোগ হয়েছে সেটা যদি করতে পারি সেটাই হবে বড় প্রাপ্তি। তাদের আত্মা তখনই শান্তি পাবে আমরা যদি জনগণের জন্য কিছু করতে পারি।
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, বাবা মায়ের কথা সব সময়ই মনে পড়ে। বিশেষ করে একটি সন্তানের কোনও অর্জন প্রাপ্তির সময় কিন্তু তাদের সান্নিধ্য সন্তান চায়। আমরা কিন্তু সেটা পাইনি। সব সময়ই একটা শূন্যতা থাকতো।
- রাবির সাবেক ছাত্র শাওনের ‘মৃত্যু আমাদের প্রতিবেশী’র মোড়ক উন্মোচন
- পুঠিয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
- পুঠিয়ায় আদীবাসী নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা দায়ের
- মাড়িয়া ইউপি চেয়ারম্যান আসকানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
- চারঘাট পৌর নির্বাচন: আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত ৭
- পুঠিয়া উপজেলা পরিষদের সমন্বয় সভা বর্জন করলেন ইউপি চেয়ারম্যানরা
- জাল কাগজেই সব কারবার বাগমারার ইউপি চেয়ারম্যান মকলেসুরের!
- রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২৬ হাজার ৭২৯ জন
- নৌকার বিরুদ্ধে বিদ্রোহীর ভোট করে জেল খেটেও নৌকা চান মেয়র তোফাজ্জল
- বিশ্বে করোনায় মৃত্যু ২১ লাখ ৩৯ হাজার ছাড়ালো
- রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
- ২৩ জানুয়ারি স্বপ্নের ঠিকানায় যাচ্ছে পুঠিয়ার গৃহহীনরা
- বাগমারায় চলছে অবৈধভাবে পুকুর খননের কাজ
- উপজেলা পরিষদ কার্যকরের দাবি জানালেন রাজশাহীর চেয়ারম্যানরা
- পুঠিয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- পুঠিয়ার বিদায়ী মেয়র রবিসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে এমপির মামলা
- দুর্গাপুরে প্রতিপক্ষের মারপিটে আওয়ামী লীগ নেতার মৃত্যু, একজন আটক
- পুঠিয়া উপজেলা ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন
- রাজশাহীর কাটাখালীতে আ’লীগ, পুঠিয়ায় বিএনপির জয়
- উপজেলা পরিষদ কার্যকরের দাবি জানালেন রাজশাহীর চেয়ারম্যানরা
- স্বপ্নের ঘর প্রস্তুত
পুঠিয়ায় নতুন ঠিকানায় যাওয়ার অপেক্ষায় গৃহহীনরা - পুঠিয়া উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- রাজশাহী জেলা ছাত্রলীগ সভাপতি হাবিবকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
- ২৩ জানুয়ারি স্বপ্নের ঠিকানায় যাচ্ছে পুঠিয়ার গৃহহীনরা
- রাজশাহীর ৪ পৌরসভায় নৌকার টিকিট পেলেন যারা
- উপজেলা চেয়ারম্যানকে বাদ দিয়ে ইউএনও কীভাবে সভাপতি হন: হাইকোর্ট
- চারঘাট পৌর নির্বাচন: আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ, আহত ৭
- অকালে চুল পাকা রোধে কী করবেন
- পুঠিয়ায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা
- ‘সন্ধানী’র রামেক ইউনিটের সভাপতি নিশীথ, সাধারণ সম্পাদক রুহুল আমিন